নিজস্ব সংবাদদাতাঃ ঘুমের মধ্যে রঙ বদলাচ্ছে অক্টোপাস। আর সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। Buitengebieden নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে এই অপূর্ব ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, জলের মধ্যে ঘুমাচ্ছে এক অতিকায় অক্টোপাস। আর সে যতবার শ্বাস নিচ্ছে ততবারই বদলে যাচ্ছে তার গায়ের রঙ। প্রায় দেড় লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে এই ভিডিয়োর। ঘুমের মধ্যে অক্টোপাসের এই রঙ বদলের দৃশ্য দেখে চমকে গিয়েছেন নেটিজ়েনরা। কীভাবে ঘুমের মধ্যে শ্বাস নেওয়ার সময় এভাবে ওই অক্টোপাসটি নিজের গায়ের রঙ বদলে ফেলছে, তা জানতে কৌতূহলী হয়েছেন তাঁরা।