নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি একঘেয়ে জীবণে বোর হচ্ছেন? চাইছেন এক্সাইটিং কোথায় ঘুরতে যেতে? কিন্তু তার সঙ্গে প্রাকৃতিক দৃশ্যও উপভোগ করতে চাইছেন? তাহলে আপনার ভ্রমণের জন্য সেরা স্থান হতে পারে চক্রতা। উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে অবস্থিত এই স্থান। এখানে আসলে অসাধারণ হিমালয়ের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে আপনি উপভোগ করতে পারবেন রিভার রাফটিং, ট্রেকিং ও ক্যাম্পেনিং। এছাড়াও এখানে রয়েছে বেশ কিছু দর্শনিয় স্থান, এখানে আসলে এই স্থান গুলিতে আপনি ঘুরে আসতেই পারেন। লখামন্ডল
টাইগার ফলস
চিলমিরি নেক
রামতাল গার্ডেন
কিমনা ফল
বুধের গুহা
মুনডালি
চিন্তাহরণ মহাদেব মন্দির
মাহাসু দেবতা মন্দির
থানা ডান্ডা পিক
মৌগড় ফল
দেওবান
কানাসার
কালসি
এখানে আসলে অবশ্যই আগে থেকে হোটেল বুকিং করে আসবেন। চক্রতা ভ্রমণের ক্ষেত্রে আপনি ইন্টারনেটে প্রচুর সুবিধাজনক হোটেল পেয়ে যাবেন। এছাড়াও প্রচুর পরিমাণে খাবার এর দোকান রয়েছে এখানে। আপনার পছন্দ মত খাবার আপনি এখানে পেয়ে যাবেন। এখানে ৪ থেকে ৫ দিনের আপনার মাথা পিছু নুন্যতম খরচ পরবে ১০ হাজার টাকা। যাত্রাপথ – রেলপথে আসলে হাওড়া থেকে ট্রেনে আপনাকে দেরাদুন আসতে হবে তার পর গাড়ি ভারা করে পৌঁছাতে হবে চক্রতা। সেইক্ষেত্রে রেলের ভাড়া ২ থেকে আড়াই হাজার টাকা পরবে মাথাপিছু। আকাশ পথে কলকাতা থেকে দেরাদুন জলি গ্রান্ট বিমানবন্দর হয়ে আপনি চক্রতায় পৌঁছাতে পারেন সে ক্ষেত্রে আপনার মাথাপিছু ভাড়া পড়বে সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা।