নিজস্ব সংবাদদাতাঃ নেট দুনিয়ায় আজকাল এমন সব ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে অবাক হয়ে যান নেটিজ়েনরা। সম্প্রতি ইউটিউবে এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে সুবিশাল আয়তনের একটি বার্গার মাত্র চার মিনিটে সাবাড় করেছেন এক যুবক। জানা গিয়েছে, দৈত্যাকার ওই বার্গারে ছিল ২০ হাজার ক্যালোরি। Matt Stonie ইউটিউবে এই ভিডিয়ো শেয়ার করেছেন, যা দেখে কার্যত হাঁ হয়ে যাবেন আপনি। জানা গিয়েছে, একটি ফুড চ্যালেঞ্জে গিয়ে ওই পেল্লাই সাইজের বার্গার মাত্র চার মিনিটে খেয়ে নিয়েছেন এই যুবক। লাস ভেগাসে এই ফুড চ্যালেঞ্জের আয়োজন করা ছিল। লাস ভেগাসের Heart Attack Grill রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল The Octuple Bypass Challenge- এর। সেখানেই এই বিশাল বার্গার খেয়েছেন ওই যুবক।