উত্তরবঙ্গের বিক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মীদের শায়েস্তা করতে কড়া দাওয়াই দিলীপের

author-image
New Update
উত্তরবঙ্গের বিক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মীদের শায়েস্তা করতে কড়া দাওয়াই দিলীপের

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের ৩ জেলার বিক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মীদের শায়েস্তা করতে কড়া দাওয়াই দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মূর্তি নদীর ধারে একটি রিসর্টে এদিন রুদ্ধদ্বার বৈঠকের জন্য তলব করা হয় জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী,  আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি ভূষণ মোদক এবং কোচবিহার জেলার বিজেপি সভাপতি অভিজিৎ বর্মনকে।

অসমর্থিত  সূত্রে জানা গেছে, এই বৈঠকে তিন জেলারই তিন জন করে সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। বৈঠকে এদিন বিক্ষুব্ধদের দল থেকে বহিষ্কার করার পাশাপাশি নিস্ক্রিয় নেতা-কর্মীদের দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য জেলা সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা কমিটি থেকে শুরু করে মণ্ডল এবং অঞ্চল কমিটিগুলি দ্রুত পুনর্গঠন করতে নির্দেশ দিয়েছেন তিনি। দিলীপ বাবু জানিয়েছেন, বিক্ষুব্ধরা দলের থেকে দলের ক্ষতি করবে এই জিনিস চলতে পারে না। তিন জেলাতেই সামনে পুর নির্বাচন রয়েছে। সেকথা মাথায় রেখে স্বচ্ছ ভাবমূর্তির প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।