সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: সৎ মাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হলো ছেলেকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের জলডুমুর পাড়ায়। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। ধৃতের যুবকের নাম সঞ্জীব বর্মন(১৯)। অভিযুক্ত পুলিশের জেরায় সৎ মাকে খুন করার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের জলডুমুর পাড়ায় জ্যোতিষ বর্মনের প্রথম পক্ষের স্ত্রী পারুল বর্মন প্রায় সাত বছর আগে তার বড় ও মেজ ছেলেকে রেখে ছোট ছেলেকে নিয়ে স্বামীকে ছেড়ে অন্যজনের সঙ্গে ঘর বাঁধেন। পেশায় বেসরকারি নিরাপত্তাকর্মী জ্যোতিষ বর্মন পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী অনিতা বর্মনকে নিয়ে দিনমজুরের কাজ করে ওই দুই সন্তান-সংসার প্রতিপালন করতো। প্রায় ছয় মাস আগে প্রথম পক্ষের স্ত্রীর দ্বিতীয় স্বামী মারা যান। এরপর প্রথম স্ত্রী পারুল আগের স্বামীর বাড়িতে আচমকাই যাতায়াত শুরু করেন। গত ১৪ অগাস্ট সাতসকালে শোবার ঘর থেকে দ্বিতীয় স্ত্রী অনিতা বর্মনের(৩৫) মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আত্মীয় ও প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় পুলিশ তদন্তে নামে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। এরপর সঞ্জীব বর্মনকে গ্রেফতার করে পুলিশ।