দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: চন্দ্রকোনায় রেশন কার্ডে আধার লিঙ্কের নামে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটকে গাছে বেঁধে বেধড়ক মারধর ক্ষিপ্ত জনতার, খবর পেয়ে যুবককে উদ্ধার পুলিশের।
রবিবার সকালের দিকে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের তাতালপুর সুন্দরীখাল সংলগ্ন এলাকায়। জানা গেছে, গ্রামে গ্রামে গিয়ে গ্রাহকদের রেশন কার্ডে আধার লিঙ্কের কাজ চলছে। তেমনই তাতালপুর গ্রামের বেশ কয়েকজনের রেশন কার্ডে আধার লিঙ্ক করাতে গিয়ে দেখা যায় কয়েকজন গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। রেশন কার্ডে আধার লিঙ্ক করার সময় গ্রামাঞ্চলের গ্রাহকদের টিপসই নেওয়ার ছলেই টাকা গায়েব করা হয় বলে অভিযোগ। আর এতে সন্দেহ জাগে ধৃত যুবকের উপর। যদিও ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। এদিন যুবককে হাতেনাতে পেয়ে তাকে তাতালপুর সুন্দরীখাল সংলগ্ন এলাকায় একটি গাছে বেঁধে রেখে চলে চড়,কিল,ঘুঁষি।ঘটনায় ভিড় জমে যায় ওই এলাকায়, যুবককে বেঁধে মারধরের পাশাপাশি জিজ্ঞাসাবাদও চলে ক্ষিপ্ত জনতার। আর এই পুরো ঘটনা লাইভের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে স্থানীয় কয়েকজন। ঘটনার খবর যায় চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়িতে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে নিয়ে যায়। এবিষয়ে রামজীবনপুর ফাঁড়ির সাথে যোগাযোগ করা হলে জানানো হয়,একজনকে উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে,তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা সম্পর্কে খোঁজ নেওয়া হবে। যদিও এখনও পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি। ঘটনা সম্পর্কে চন্দ্রকোনা ১ ব্লকের বিডিওর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এমন ঘটনার কথা শুনেছি, প্রধানকে বিস্তারিত খোঁজ নিয়ে জানাতে বলেছি। পুলিশ যুবককে উদ্ধার করে নিয়ে গেছে বলে শুনেছি।রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে গিয়ে টাকা তুলে নেওয়ার ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ না নিয়ে বলা সম্ভব নই।" এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোনার তাতালপুর গ্রামে। রেশনে আধার লিঙ্ক করাতে গিয়ে টাকা হাতানো না অন্য কোনও কারণের জেরে এই ঘটনা সবটাই খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের।