রাহুল পাসোয়ান, আসানসোলঃ তৃণমূলের উদ্যোগে রাখি বন্ধনের অনুষ্ঠান আসানসোলের বার্নপুর স্টেশন রোডে। এদিন পথ চলতি মানুষকে রাখি পরিয়ে এই দিনটিকে পালন করা হয়। পবিত্র রাখি উৎসবে মেতে উঠেছে আসানসোল শিল্পাঞ্চল ৷ যদিও বাঙালির রাখি উৎসব বহুল প্রচারিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। তবে হিন্দুদের কাছে রাখি বন্ধন উৎসব মূলত ভাই-বোনদের সম্পর্কের সুদৃঢ়তা প্রদান। একই সাথে ভাইয়েরা বোনেদের হাতে উপহার তুলে দেওয়ার সাথে তাদের সুরক্ষার দায়িত্বভার গ্রহণ করেন ৷ বাঙালি মতে ভাদ্র মাসের পূর্ণিমাতে রাখি উৎসব পালিত হলেও হিন্দিভাষীরা শ্রাবণ মাসের পূর্ণিমা ধরেই এই উৎসব পালন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, সমাজসেবী সুদেষ্ণা ঘটক সহ তৃণমূল মহিলা নেতৃত্বরা।