সাপের দংশনে মৃত্যু এক গৃহবধূর

author-image
New Update
সাপের দংশনে মৃত্যু এক গৃহবধূর

সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর: সাপের দংশনে মৃত্যু হল এক গৃহবধূর। শনিবার সন্ধ্যায় ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মণিপুর গ্রামের লক্ষণীয়ায়। জানা গিয়েছে গৃহবধূ রান্নাঘরে বস্তা থেকে ঘুটে ও খড়ি নিতে গেলে একটি বিষধর সাপ তাঁর ডান হাতে ছোবল দেয়। এরপর তড়িঘড়ি ওই গৃহবধূর পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয়।

মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম চঞ্চলা মাহাতো(২৪), বাড়ি রায়গঞ্জ থানার মহিপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষণীয়ায়। শনিবার  রাত ১১টা নাগাদ দেহ মেডিসিন বিভাগ থেকে মর্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার দেহ ময়নাতদন্ত হবে।রায়গঞ্জ থানা সূত্রে জানাগিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ এখনো পর্যন্ত  স্পষ্ট নয়।