এনজেপি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা ফের শুরু হতে চলেছে

author-image
New Update
এনজেপি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা ফের শুরু হতে চলেছে

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি:  চলতি মাসের শেষে কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই এনজেপি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা ফের শুরু করতে চলেছে ভারতীয় রেল দপ্তর। তিন মাসেরও বেশি সময় পর শুক্রবার শিলিগুড়ি থেকে কার্শিয়াং রুটে ছুটল ঐতিহ্যবাহি টয়ট্রেন। তবে সেটা ট্রায়াল রান। শিলিগুড়ি জংশন থেকে এদিন কার্শিয়াং পর্যন্ত টয়ট্রেনের ট্রায়াল রান হয়েছে। রেল কর্তাদের উপস্থিতিতে এই ট্রায়াল রান চলে। কোথায় কী সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখা হয়। বিভিন্ন জায়গায় ট্রেন দাঁড় করিয়ে নীচে নেমে লাইনের পরিস্থিতি খতিয়ে দেখেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-র কর্তারা। এদিকে, সম্প্রতি শিলিগুড়ি জংশন থেকে কার্শিয়াং পর্যন্ত লাইনের স্লিপার বদলানো হয়েছে।  কাজ কতদূর এবং কেমন  হয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হয়েছে। রেল দপ্তর সূত্রের পাওয়া খবর অনুযায়ী, ট্রায়াল রান আমাদের চলতেই থাকে। এনজেপি-দার্জিলিং পরিষেবা কবে থেকে চালু হবে, তা দু-একদিনের মধ্যেই মুখ্য জনসংযোগ আধিকারিকের দপ্তর থেকে জানিয়ে দেবে রেল দপ্তর। উল্লেখ্য, কোভিডের প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের কারণে দীর্ঘদিন ধরে এনজেপি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। ঐতিহ্য রক্ষার্থে মাঝে কয়েকবার দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত জয় রাইড চালিয়েছে রেল।