নিজস্ব সংবাদদাতাঃ অনেকে মনে করেন পিরিয়ডস চালাকালীন শারীরিক সম্পর্ক স্থাপন করা ঠিক নয়। এটা কি আদৌ নিরাপদ? পিরিয়ডসের প্রথম দু’দিন ইস্ট্রোজেন ও টেস্টোটেরন কম পরিমাণে নির্গত হয়, তিন নম্বর দিন থেকে সেটা বেড়ে যায়। প্রায় সব মহিলারাই তলপেটে ব্যথা অনুভব করেন। এই সময় শারীরিক মিলনে লিপ্ত হলে কমতে পারে পিরিয়ডসের যন্ত্রণা। এতে মন ভালো হয়।