নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে আর্থিক সংকট নিরসনের জন্য ইউক্রেনকে ১৫.৬ বিলিয়ন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে। ইউক্রেনে আইএমএফের মিশন প্রধান গ্যাভিন গ্রে বলেন,আইএমএফের নির্বাহী বোর্ডের অনুমোদন সাপেক্ষে এই প্যাকেজের লক্ষ্য ইউক্রেনের পুনরুদ্ধারকে সমর্থন করা, কারণ রাশিয়ার আগ্রাসন "অর্থনীতিতে বিধ্বংসী প্রভাব অব্যাহত রেখেছে"।