সরকারী প্রকল্পের ফর্ম ফিলাপ ঘিরে রাজনৈতিক বিতর্ক

author-image
Harmeet
New Update
সরকারী প্রকল্পের ফর্ম ফিলাপ ঘিরে রাজনৈতিক বিতর্ক

হরি ঘোষ, অন্ডাল : "লক্ষ্মীর ভান্ডার" প্রকল্পের ফর্ম ফিলাপ নিয়ে অন্ডালের বিভিন্ন জায়গায় শাসকদলের বিরুদ্ধে উঠছে স্বজনপোষণের অভিযোগ । বিষয়টি নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক । অভিযোগ উড়িয়ে বিডিও' র বক্তব্য, নিয়ম মেনে কাজ হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে "লক্ষ্মীর ভান্ডার"- প্রকল্প । দুয়ারে সরকার শিবিরে জমা নেওয়া হচ্ছে এই প্রকল্পের ফর্ম । মুখ্যমন্ত্রী সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে ছিলেন যাতে করে এই প্রকল্পের সুবিধা সকলেই পান সেই জন্য একমাত্র দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম পাওয়া যাবে । প্রতিটি ফর্মে থাকবে একটি করে ইউনিক নম্বর । কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি । অন্ডাল ব্লক এর কাজোরা, উখড়া সহ আরো বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকায় দেখা যাচ্ছে শাসকদলের লোকজনেরা ফর্ম নিয়ে পৌঁছে যাচ্ছেন উপভোক্তাদের বাড়ি বাড়ি । কোথাও আবার ক্লাব বা আটচালায় বসে চলছে ফর্ম ফিলাপ । শুক্রবার উখড়া গ্রামের শুকোপাড়ায় একটি দুর্গা মন্দির চত্ত্বরে তৃণমূল কর্মীদের ফর্ম ফিলাপ করার ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে । যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক । সরকারি নির্দেশ অমান্য ও স্বজনপোষণের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা ।

 
অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান শিবিরে ভীড় এড়াতে বুথ স্তরে ফর্ম বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে । বিষয়টি নিয়ে তৃণমূল নেতা তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কো: মেন্টার কাঞ্চন মিত্র বলেন, কে বা কারা কি উদ্দেশ্যে ফর্ম বিতরণ অথবা ফর্ম ফিলাপ করছে জানা নেই । মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো একমাত্র শিবিরেই ফর্ম পাওয়া যাবে । দলমত নির্বিশেষে সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন । বিরোধীদের কোন কাজ নেই তাই অযথা বিষয়টি নিয়ে জলঘোলা করতে নেমেছে বলে দাবি করেন কাঞ্চন বাবু । তবে ফর্ম ফিলাপ স্বজনপোষণ নিয়ে সরব হয়েছে বিরোধীরা । সিপিএম নেতা তুফান মন্ডল জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ আর কাজের মধ্যে ফারাক রয়েছে । হয় তিনি মানুষকে বোকা বানাচ্ছেন নয়তো দলের নেতাকর্মীরা তার কথা শুনছে না । তথ্য-প্রমাণসহ বিষয়টি নিয়ে এসডিও, বিডিও, ডিএম এর কাছে আমরা অভিযোগ জানাবো বলে জানান তিনি । বিজেপি নেতা জয়ন্ত মিশ্র জানান দুর্নীতি স্বজনপোষন আর তৃণমূল সরকার একে অপরের পরিপূরক । বিরোধীরা যাতে এই প্রকল্পের সুবিধা না পায় সেই জন্যই প্রকল্পের ফর্ম শাসক দলের লোকেরা কুক্ষিগত করছে বলে অভিযোগ করেন তিনি ।