নিজস্ব সংবাদদাতা: রবিবার পাটনা স্টেশনে প্রায় ৩ মিনিট ধরে চলেছে পর্ন ভিডিও। শোরগোল পড়ে যায় স্টেশনে। নালিশ জানানো হয় জিআরপিতে। এবার এক পর্নস্টার দাবি করলেন যে স্টেশনের পর্ন ভিডিওটিতে যে মহিলার মুখ দেখা গেছে সেটা তিনি। পর্নস্টার কেন্ড্রা লাস্ট টুইটারে নিজের ছবি দিয়ে ক্যাপশনে লেখেন হ্যাশট্যাগ 'বিহার রেলওয়ে স্টেশন'। একজন লেখেন, এটা আপনার ভিডিও। সেখানেই কেন্ড্রা উত্তরে লেখেন, 'আমার মনে হয়'।