নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে মস্কোতে বৈঠকের পর ইউক্রেন যুদ্ধে চীনের নিরপেক্ষ অবস্থানের দাবি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। এর আগে শি বলেন, 'মস্কোতে পুতিনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বেইজিং যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছে।' কিরবি বলেন, 'চীন যদি গঠনমূলক ভূমিকা পালন করতে চায়, তবে তারা প্রভাব ব্যবহার করে রাশিয়াকে যুদ্ধ শেষ করার আহ্বান জানাবে।' কিরবি বলেন, "বাইডেন চীনের সঙ্গে যোগাযোগের লাইন উন্মুক্ত রাখতে চান এবং উপযুক্ত সময়ে শি'র সঙ্গে কথা বলবেন।" তিনি আরও বলেন, "আমরা এমন কিছু দেখিনি যা তারা বলেছে, তারা সামনে রেখেছে, যা আমাদের আশা দেয় যে এই যুদ্ধ শীঘ্রই শেষ হতে চলেছে।"