নিজস্ব সংবাদদাতাঃ বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, ম্যান ইউ তারকা পল পোগবাকে দলে নিতে আগ্রহী প্যারিস সেইন্ট জার্মান। ম্যান ইউ’র সঙ্গে পোগবার চুক্তিও বেশিদিন বাকি নেই। কিন্তু ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার ওয়ে গুন্নার সোলজার নিশ্চিত, পোগবা ম্যান ইউ ছেড়ে যাবেন না। তিনি সেখানেই থাকবেন।