নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানিয়েছে, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের জুরম শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে। খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ, দেয়াল ও বাড়ি ধসে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। সোয়াতের জেলা পুলিশ কর্মকর্তা শফিউল্লাহ গন্দাপুর জানান, জেলায় দুইজনের মৃত্যু হয়েছে এবং ১৫০ জন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য সাইদু টিচিং হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং অন্যান্য প্রতিষ্ঠানকে যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।