নিজস্ব সংবাদদাতাঃ নারী শক্তিই দেশের ভবিষ্যৎ, এই বার্তাকে সামনে রেখে মঙ্গলবার সকালে রাজবাঁধের এক বেসরকারী কলেজের উদ্যোগে একটি র্যালি সংগঠিত হল। প্রায় এক কিলোমিটারের এই র্যালিতে অংশ নেন বেসরকারী কলেজের ছাত্রছাত্রীরা। কলেজের অধ্যক্ষ ড: সব্যসাচী সরকার জানালেন যে দেশের কৃতী মহিলাদের বিষয়ে অনেকেই সেভাবে অবগত নন। নারী শক্তি বা নারীদের সাফল্য কীভাবে দেশের মুখ উজ্জ্বল করছে এদিনের র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে সেটাই জানানো হল, বলেছেন কলেজের অধ্যক্ষ। কলেজের ছাত্রছাত্রীদের এই র্যালিতে অংশ গ্রহনের উদ্দেশ্য হল, এই পড়ুয়ারাই ভবিষ্যৎ প্রজন্ম। কলেজের শিক্ষিকা সিক্তা বিশ্বাসের ব্যবস্থাপনায় এদিনের র্যালিটি অনুষ্ঠিত হয়। তিনি বলেন যে এখন মহিলারা সব কাজেই পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসেছেন। মহিলাদের আরও অনুপ্রানিত করতে এদিনের র্যালি, জানাচ্ছেন সিক্তা দেবী।