নিজস্ব সংবাদদাতাঃ আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ নিয়ে সকলে উদ্বিগ্ন। সংযুক্তিকরণের শেষ তারিখ ৩১ মার্চ ২০২৩। যদিও অভিযোগ উঠছে, এই আধার-প্যান লিঙ্ক করতে গেলে অনেকেই হয়রানির শিকার হচ্ছেন। এবার এই ইস্যুতে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। চিঠিতে প্যান কার্ডকে আধার কার্ডের সঙ্গে যুক্ত করার সময়সীমা আগামী ৬ মাস বাড়ানোর অনুরোধ জানিয়েছেন অধীর। সেইসঙ্গে কংগ্রেস নেতা প্রধানমন্ত্রীকে এই প্রক্রিয়াটি বিনামূল্যে করার ও অনুরোধ করেছেন।