স্ট্রেচমার্ক নিয়ে চিন্তিত! কমিয়ে ফেলুন সহজেই

author-image
Harmeet
New Update
স্ট্রেচমার্ক নিয়ে চিন্তিত! কমিয়ে ফেলুন সহজেই

​নিজস্ব সংবাদদাতাঃ শরীর থেকে মেদ ঝরে যাওয়ার ফলে দেখা যায় স্ট্রেচ মার্ক। আবার মেয়েদের ক্ষেত্রে সন্তান জন্মের পর তৈরি হয় স্ট্রেচ মার্ক। যা নিয়ে চিন্তায় ভোগেন ছেলে-মেয়ে উভয়ই। তবে আর চিন্তা না করে এই উপায় গুলি অবলম্বন করুন, গায়েব হয়ে যাবে স্ট্রেচমার্ক। 

​১) বেকিং সোডা এবং পাতিলেবুর রস দিয়ে মিশ্রন তৈরি করে স্ট্রেচমার্কের উপর ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। 

​২) হলুদ গুঁড়ো এবং টক দই পেস্ট করে স্ট্রেচমার্কের উপর লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। 

​৩) স্ট্রেচমার্কের উপর অ্যাপেল সিডার ভিনিগার স্প্রে করুন। 

​৪) স্ট্রেচমার্কের উপর নিয়মিত জোজোবা ওয়েল ব্যবহার করুন।