নিজস্ব সংবাদদাতাঃ রাখি পূর্ণিমার দিন বিশেষ কিছু নিয়ম পালন করলে ভাই-বোনের সম্পর্ক এবং ভাগ্যের উন্নতি ঘটে। জেনে নিন সেই সকল নিয়মগুলি।
১) বাড়ির ইষ্ট দেবতার চরণে ছুঁইয়ে তারপর সেই রাখি ভাই/দাদার হাতে বাঁধুন।
২) বাঁধার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার ভাই/দাদার মুখ যেন উত্তর দিকে থাকে।
৩) রাখির মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ, কুমকুম এবং চন্দন রাখুন।
৪) উপহারে কালো কোন জিনিস দেবেন না।
৫) রাখি পরানোর পর মুখে নোনতা খাবার দেবেন না। মিষ্টি খাবার দিন ভাই/দাদার মুখে।