বেশি বেশি স্মার্টফোন ঘাঁটেন? সাবধান...গজাবে শিং

author-image
Harmeet
New Update
বেশি বেশি স্মার্টফোন ঘাঁটেন? সাবধান...গজাবে শিং
নিজস্ব সংবাদদাতা: এক নতুন অভিযোজনে সত্যিই নাকি শিং গজাচ্ছে মানুষের মধ্যে। বদল হচ্ছে করোটির আকার আকৃতিতে। আর এই সব কিছুর জন্যই কে দায়ী জানেন? গবেষকদের আঙুল স্মার্টফোনের দিকে। শিং গজাবে একটিই। আর সেটি বেড়ে উঠবে মাথার পেছন দিকে ঘাড় আর মাথার ঠিক মাঝখানে। আজ না হলেও দশ বছর পর এমন দৃশ্য হবে স্বাভাবিক। তাই ফোন ঘাঁটুন কিন্তু নির্দিষ্ট সময়ে।