নিজস্ব সংবাদদাতা: আপনি কি আজ বাজার থেকে সর্ষের তেল কিনবেন? তাড়াতাড়ি করুন। প্রতি লিটারে প্রায় ৬০ টাকা করে সস্তা হয়ে গেলো সর্ষের তেল। উত্তরপ্রদেশের অনেক জেলায় দামে মেগা পতন হয়েছে। মোরাদাবাদে প্রতি লিটার তেল ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। রামপুরে সর্ষের তেলের দাম প্রতি লিটারে ১৫৮ টাকা। বিজনোরে ১৫৪ টাকায় কেনা যাচ্ছে তেল। মিরাটে সর্ষের তেলের দাম প্রতি লিটারে প্রতি ১৫০ টাকা।