নিজস্ব সংবাদদাতাঃ ভেনেজুয়েলার ক্ষমতাসীন দলের অস্বাভাবিক অভিযানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মেয়র, দুই বিচারক ও এক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন পুলিশ। ভেনেজুয়েলার জনপ্রশাসনে দুর্নীতির দায়ে একজন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারের ঘটনা বিরল। পুলিশ ক্রিপ্টো-অ্যাসেট তদন্তের প্রাক্তন প্রধান জোসলিট রামিরেজ এবং লাস তেজেরিয়াসের মেয়র পেদ্রো হার্নান্দেজকে গ্রেপ্তার করেছে। বিচারক ক্রিস্টোবাল কর্নিলস এবং জোসে মার্কেজ গার্সিয়াকেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, মামলাগুলো তদন্তের জন্য পাঁচজন প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে এবং অপরাধগুলো সরকারের বিভিন্ন শাখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জাতীয় উন্নয়নের জন্য কৌশলগত খাতগুলোকে জড়িত করে।