New Update
নিজস্ব প্রতিনিধিঃ শনিবার দুপুরে দিল্লির নয়ডা থেকে গ্রেপ্তার করা হয় বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে। ১৪ ডিসেম্বর কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনজনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে গ্রেফতার করা হয়। জিতেন্দ্র তেওয়ারিকে গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে বিজেপি কর্মীদের বিক্ষোভ কর্মসূচি ।
সোমবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুর গ্রামে বিজেপি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল। মিছিলে অংশগ্রহণ করেছিলেন কয়েকশো বিজেপি কর্মী, সমর্থক। ইছাপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে শুরু হয় বিজেপির বিক্ষোভ কর্মসূচির মিছিল। মিছিলটি সমগ্র গ্রাম পরিক্রম করে । বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল জেলার বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি , পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি কনভেনার রূপক পাঁজা, পাণ্ডবেশ্বর ৩ নম্বর মন্ডল প্রেসিডেন্ট তারকনাথ ধীবর, পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপির সাধারণ সম্পাদক বেণুধর মন্ডল সহ বিজেপির কয়েকশো বিজেপির কর্মী ও সমর্থক।
bjp
india
delhi
jitendra tiwari
west burdwan
news
anmnews
bengalinews
latestnews
breakingnews
TrendingNews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate