নিজস্ব সংবাদদাতা: যতদিন মানুষ বাঁচে, ততদিন বিভিন্ন মানসিক চাপ চলতেই থাকবে। আপনিও এমন যন্ত্রনায় ভুগলে মনোযোগ দিয়ে বাসন মাজতে শুরু করে দিন। এতে মন ভালো হয়ে যাবে। গবেষণা বলছে, বাসন মাজলে মানসিক চাপ কমে গিয়ে মন ফুরফুরে লাগবে। যারা বাসন মাজার সময় সাবানের গন্ধ, জলের উষ্ণতা কিংবা বাসনের স্পর্শে মনোযোগ দিয়েছিল, তারা ২৭ শতাংশ পর্যন্ত স্নায়ুচাপ কাটিয়ে উঠেছে।