মেয়রের ওয়ার্ডে কারখানার ছাইয়ে ভরছে জলাধার!

author-image
Harmeet
New Update
মেয়রের ওয়ার্ডে কারখানার ছাইয়ে ভরছে জলাধার!

হরি ঘোষ, জামুড়িয়া : আসানসোল কর্পোরেশনের অন্তর্গত জামুড়িয়ায় এক নম্বর বরোর ৬ নম্বর ওয়ার্ডে মেয়র বিধান উপাধ্যায়ের ওয়ার্ডে কারখানার ছাই দিয়ে জলাধার ভরাটের অভিযোগ। এই ধরনের ঘটনায় শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীদের একাংশের কটাক্ষ, যেখানে একদিকে শিক্ষা কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, গরু পাচার নিয়ে রাজ্যে ইডি ও সিবিআই-এর অভিযান অব্যাহত রয়েছে, সেখানে জলাশয় ভরাট করার মতো কেলেঙ্কারিতে যুক্ত হতে দেখা যাচ্ছে শাসক দলের একাংশকে।


 বিজেপি নেতা সন্তোষ সিং জানান, ''যেখানে ভারতের প্রধানমন্ত্রী জল প্রকল্প বা জল যোজনা নিয়ে পুরো ভারতে এক পরিকল্পনা চালাচ্ছেন, সেইখানে পশ্চিমবঙ্গে আজ এই শাসকদলের জন্য এই কারবার দেখা যাচ্ছে। যত চুরি, যত লুঠ, সব এই সরকারের আমলের হচ্ছে। আজ যে ৬ নম্বর ওয়ার্ডে এই অবৈধভাবে জমি দখল বা জলাশয় ভরাট করা হচ্ছে, এটি কি মাননীয় মেয়র সাহেব জানেন না ? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, জামুড়িয়ার যিনি বিধায়ক আছেন, তার বিধায়ক অফিসের ঠিক পেছনেই এই কর্মকান্ড চলছে। তাদেরও কি কোনও কিছু জানা নেই ? ওনারা জেনে শুনে জামুড়িয়ায় জলের সঙ্কট আরো বাড়িয়ে দিচ্ছেন, এনারা মানুষের সেবার জন্য আসেননি। এনারা খালি লুঠের জন্য এসেছেন। শুধু মেয়রই নন, এইসব কাজের সঙ্গে পুরো পার্টি, পুরো সরকার জড়িত।''যদিও এই পুরো বিষয় নিয়ে জামুড়িয়া ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় জানান, ''এই নিয়ে তার কাছে খবর ছিল এবং অনেকবারই ইঞ্জিনিয়ার গিয়ে সেইখানে নিরীক্ষণ করে এসেছেন এবং যে কাজটি হবে, পুলিশ প্রশাসনের মাধ্যমে হবে।''