নিজস্ব সংবাদদাতা: Airtel প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকরা এখন বিনামূল্যে আনলিমিটেড 5G ডেটা পাবেন। ন্যূনতম ২৩৯ টাকার প্ল্যান রিচার্জ করলেই মিলবে এই সুবিধা। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে এয়ারটেল App খুলে আনলিমিটেড 5G ডেটা উপভোগের ব্যানারে ক্লিক করলে নতুন পেজ খুলবে যেখানে ‘Get Free 5G Data’ উল্লেখ থাকবে। ‘Claim Now’ অপশনে ক্লিক করলেই পাবেন ফ্রি 5G ইন্টারনেট।