নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম বহুমুখী প্রতিভাশালী অভিনেত্রী সোনালী কুলকার্নিকে । কিন্তু ভারতীয় নারীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে বিতর্কে অভিনেত্রী। সম্প্রতি একটি আলোচনাসভায় অংশ নেন সোনালি। সেখানে ভারতীয় সমাজে নারী-পুরুষ সাম্য নিয়ে কথা বলতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। অভিনেত্রী বলেন, “কখনও সখনও আমরা ভুলে যাই যে ভারতের মহিলাদের অনেকেই অত্য়ন্ত অলস। মোটা টাকা রোজগার করা প্রেমিক বা স্বামী চান তাঁরা, যাঁর নিজের বাড়ি থাকবে, বছর বছর বেতন বাড়ে। এ সবের মধ্যে নিজের পায়ে দাঁড়ানোর কথা মাথাতেই আসে না মহিলাদের। আমি তো সকলকে বলব, মেয়েদের স্বনির্ভর হতে উৎসাহিত করুন, যাতে নিজেদের খরচ নিজেরাই চালাতে পারেন তাঁরা। কারও উপর নির্ভরশীল হতে না হয়।”
সোনালির এই মন্তব্য সামনে আসার পরই সমালোচনার ঝড় ওঠে। এর পর নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান সোনালি।