দেবাশিষ বিশ্বাস, কোচবিহার: একুশের বিধানসভা নির্বাচনের আগে মৃত বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অমিত সরকারের বাড়িতে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আজ দলের কোচবিহার জেলা সভানেত্রী তথা বিধায়িকা মালতি রাভা রায়কে নিয়ে প্রয়াত বিজেপি নেতা অমিত সরকারের বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। অমিত সরকারের বাড়ি ছাড়াও দিনহাটা মদনমোহন মন্দিরে গিয়ে পূজাও দেন তিনি।
পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নিশীথ প্রামাণিক বলেন, “নির্বাচনের আগে পরিকল্পনা করে আমাদের দলের দিনহাটা শহর মণ্ডল সভাপতি অমিত সরকারকে খুন করা হয়েছে। ওই শহিদ পরিবারের সাথে এদিন দেখা করা হল। অমিত বাবুর স্ত্রীর একটি চাকুরীর ব্যবস্থা, একমাত্র ছেলের শিক্ষাগ্রহণে যাতে কোনও সমস্যা না হয়, সেই দিকে আমাদের নজর থাকবে। এই শহিদের পবিত্র মাটিকে প্রণাম করে আমরা আরও এগিয়ে যাবো।”
২০২১ সালের বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন সাংসদ নিশীথ প্রামাণিক। নির্বাচনী প্রচার চলার সময় বাড়ি থেকে কিছুটা দূরে ঝুলন্ত অবস্থায় বিজেপির দিনহাটা শহর মণ্ডলের সভাপতি অমিত সরকারের দেহ উদ্ধার হয়। ওই ঘটনার পরে দিনহাটা শহর জুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেসের বেশ কিছু দলীয় কার্যালয় ভাঙচুর, এমনকি আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটে। ওই ঘটনা নিয়ে পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হলেও পুলিশি তদন্ত উঠে আসে অমিত সরকার আত্মহত্যাই করেছেন। ওই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রভাব নির্বাচনেও পড়তে পারে বলে রাজনৈতিক মহলের মধ্যে আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্র থেকে খুব সামান্য ভোটে হলেও জয়ী হন নিশীথ প্রামাণিক। কিন্তু তিনি সাংসদ পদে থেকে যাওয়ায় বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে হয়। তাই ওই কেন্দ্রে উপ নির্বাচন হতে চলেছে। তার আগে বিজেপির শহিদ সম্মান যাত্রায় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের প্রয়াত ওই কর্মীর বাড়িতে যাওয়ার ঘটনা কতটা প্রভাব পড়ে, সেটাই এখন দেখার।