রেলস্টেশনে "অ্যাডাল্ট ভিডিও"! টিভি দেখে লজ্জায় লাল প্যাসেঞ্জার

author-image
Harmeet
New Update
রেলস্টেশনে "অ্যাডাল্ট ভিডিও"! টিভি দেখে লজ্জায় লাল প্যাসেঞ্জার

নিজস্ব সংবাদদাতা: রবিবারের সকাল। অন্য দিনের তুলনায় রেলওয়ে স্টেশনে ভিড় অপেক্ষাকৃত কম। ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। এমন সময়েই দেখা গেলো টিভিতে খবর নয়, চলছে নীল ছবি। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ বিহারের পাটনা রেলস্টেশনে ১০ নাম্বার প্ল্যাটফর্মে লাগানো টিভিতে হঠাত্‍ করেই বিজ্ঞাপনের বদলে চললো নীল ছবি। টানা ৩ মিনিট ধরে চললো সেই দৃশ্য। যাত্রীরা একে ওপরের দিকে তাকাচ্ছেন। কিন্তু লজ্জায় সবার মুখ লাল। আরপিএফের কাছে নালিশ করতে তাঁরা এসে ওই দৃশ্য বন্ধ করেন।