কাজের গুণগত মান খারাপ থাকায় বন্ধ রাস্তা সংস্কার, ভোগান্তি বাসিন্দাদের

author-image
New Update
কাজের গুণগত মান খারাপ থাকায় বন্ধ রাস্তা সংস্কার, ভোগান্তি বাসিন্দাদের

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার:  কাজের গুণগত মান খারাপ থাকায় বন্ধ রাস্তা সংস্কার। চরম ভোগান্তি স্থানীয় বাসিন্দাদের। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা পরিষদ কর্তৃক রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের মান নিয়ে প্রশ্ন ওঠার পরই বন্ধ হয়ে গিয়েছে কাজ। স্বাভাবিক ভাবেই কয়েক মাস ধরে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নবীপুর এলাকার বাসিন্দাদের ভোগান্তি চরমে উঠেছে। ওই রাস্তা সংস্কারের কাজে ব্যবহৃত পাথরের গুনগত মান নিয়ে আপত্তি তুলেছিলেন মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির সদস্য তথা খাদ্য কর্মাধ্যক্ষ সাজিদ আলম। তাঁর অভিযোগ, রাস্তা সংস্কারের কাজে নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছিল। স্থানীয়রা জানান, এরপরই কাজ বন্ধ করে চলে যায় ঠিকাদার সংস্থা। বিধানসভা ভোটের আগে শিশুবাড়ি চৌপথি থেকে নবীপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ বেহাল পাকা রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়। এজন্য বরাদ্দ করা হয়েছে ৩৮ লক্ষ ৭ হাজার ৩৩০ টাকা। কাজ শুরুর প্রাথমিক পর্বে আর্থমুভার দিয়ে একাধিক জায়গায় অবশিষ্ট পিচ তুলে ফেলা হয়। কিন্তু এরপরই কাজ বন্ধ হয়ে যাওয়ায় রাস্তাটি আরও বেহাল হয়ে পড়েছে।পাশাপাশি একটি কালভার্টের কাজ অর্ধ সমাপ্ত অবস্থায় রয়েছে। সাধারণ মানুষের  সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে নবীপুরে কালভার্টের কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকায়। এতে নবীপুরের দক্ষিণ অংশে তিন মাস ধরে ছোট, বড়ো কোনও গাড়ি ঢুকতে পারছে না। অন্যদিকে  জলস্রোতের তোড়ে ডাইভারশনটিও ভেঙে গিয়েছে। স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। জেলা পরিষদের সদস্য আশা নার্জিনারির বক্তব্য, “পাথরের মান বিচার করা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের সদস্যের পক্ষে সম্ভব নয়। তাই এই বিষয়ে বাস্তুকারের সাহায্য নেওয়া হবে। ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগ করে খতিয়ে দেখা হচ্ছে।