নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন সিনেটর মার্ক কেলি সম্প্রতি কৃষ্ণ সাগরে ড্রোন ভূপাতিত করার ঘটনাকে রুশ পাইলটদের 'বেপরোয়া' পদক্ষেপ বলে অভিহিত করেছেন। মার্কিন নৌবাহিনীর সাবেক পাইলট ও নাসার মহাকাশচারী কেলি রবিবার বলেন, 'আমি মনে করি না, রাশিয়ানদের দ্বারা আমাদের ভীত হওয়া উচিত অথবা আমরা যা মনে করি তা থেকে বিরত থাকা উচিত।' কেলি আরও বলেন, "চালকবিহীন বিমানের সামনে উড়ে গিয়ে বেশ কয়েকবার জ্বালানি নিক্ষেপের পর রুশ পাইলট ড্রোনের সঙ্গে সংঘর্ষে বিস্মিত নন।"