নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ অধিকৃত শহর মারিউপোলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আকস্মিক সফরের তীব্র নিন্দা জানিয়েছে ইউক্রেন সরকার। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্ধকারের আড়ালে পুতিন মারিউপোল সফর করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে লিখেছে, 'একজন চোরের মতো পুতিন রাতের আড়ালে ইউক্রেনের মারিউপোল সফর করেছেন।' পৃথকভাবে, ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয়ের প্রধানের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক পুতিনের সফরের নিন্দা করেছেন। পোদোলিয়াক বলেন, "অপরাধী সবসময় অপরাধস্থলে ফিরে আসে। হাজার হাজার মারিউপোল পরিবারের হত্যাকারী শহরের ধ্বংসাবশেষ দেখতে এসেছিল। নিন্দনীয়তা এবং অনুশোচনার অভাব।"