সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: করোনা অতিমারির প্রভাব পড়েছে রাখির বাজারে। রাত পোহালেই রাখিবন্ধন উৎসব, কিন্তু জলপাইগুড়ি জেলার বিভিন্ন রাখির বাজারে রাখি থাকলেও দেখা নেই ক্রেতার। স্বাভাবিকভাবেই চিন্তিত রাখি ব্যবসায়ীরা। ভালো ব্যবসার আশায় এবছরও বিভিন্ন ধরণের রাখির সম্ভার নিয়ে দোকান বসিয়েছেন ব্যবসায়ীরা। তাঁরা জানিয়েছেন, আশানুরূপ বিক্রি হচ্ছে না। কার্যত ক্রেতাশূন্য রাখির দোকানগুলি।
শনিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ মেটেলি, চালসা, মঙ্গলবাড়ি, বাতাবাড়ি, ধূপঝোরা সহ বিভিন্ন এলাকায় রাখির দোকানগুলিতে একই ছবি ধরা পড়েছে। চালসার এক ব্যবসায়ী জানান, ১০ থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত রাখি নিয়ে আসা হয়েছে। কিন্তু বিক্রি নেই। রাখি বিক্রি না হলে ক্ষতির মুখে পড়তে হবে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।