নিজস্ব সংবাদদাতাঃ ইতালির উত্তর সীমান্তে মন্ট ব্লাঙ্কের কাছে তুষারধসে দুই স্কিয়ার নিখোঁজ। উদ্ধারকারী দল নিখোঁজ দুই স্কিয়ারকে খুঁজছে বলে জানা গিয়েছে। কোরমায়েউরের মেয়র রবার্তো রোটা বলেন, "দুপুর ১টার দিকে কোরমায়েউরের উপরে ভ্যাল ভেনিতে তুষারধসের পর দু'জন অফ-পিস্ট স্কিয়ার অ্যালার্ম বাজিয়েছিলেন, কিন্তু নিচু মেঘ হেলিকপ্টারগুলোকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেয়।" উদ্ধারকারীরা স্নোমোবাইলে করে ঘটনাস্থলে পৌঁছেছে, তবে রোটা জানিয়েছেন, যে পরিমাণ সময় অতিবাহিত হয়েছে তাতে স্কিয়ারদের জীবিত খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। রোটা জানিয়েছেন যে চারজন স্কিয়ার অপেশাদার ছিলেন যারা গাইড বা যথাযথ তুষারধসের সুরক্ষা সরঞ্জাম নিয়ে যাননি। তিনি আরও জানিয়েছেন যে তুষারধসের এয়ারব্যাগগুলো কেবল তখনই কার্যকর হত যদি উদ্ধারকারীরা কাছাকাছি থাকত এবং প্রথম ১৫-২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যেত।