নকশালবাড়িতে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠান

author-image
New Update
নকশালবাড়িতে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠান

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: শিলিগুড়ির নকশালবাড়ি আদিবাসী মাঠে দার্জিলিং জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মাস্টার প্যারেড অনুষ্ঠানের আয়োজন করা হল। জানা গিয়েছে সারাদিনব্যাপী দার্জিলিং জেলার সমস্ত পুলিশ আধিকারিক এবং পুলিশকর্মীদের নিয়ে এই প্যরেড চলবে। এই প্যারেড অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দার্জিলিং জেলার পুলিশ সুপার ডঃ সন্তোষ নিম্বালকার, অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ, ডিএসপি অচিন্ত্য গুপ্ত সহ অন্যান্য আধিকারিকরা। পুলিশের এই প্যারেডকে কেন্দ্র করে নকশালবাড়ি রাজ্যসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত যানবাহনের রুট পরিবর্তন করে এশিয়ান হাইওয়ের দিকে করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, প্যারেড শেষে নকশালবাড়ি কমিউনিটি হলে এস.পি-র নেতৃত্বে একটি কনফারেন্সের আয়োজন করা হয়েছে। যেখানে সমস্ত পুলিশ আধিকারিকদের জেলার নিরাপত্তা, কাজের দায়িত্ব পালন, পোশাক সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসের প্রশিক্ষণও দেওয়া হবে।