নিজস্ব সংবাদদাতাঃ একে মেঘলা আবহাওয়া, বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, এই সময়ে সঙ্গী যদি সঙ্গে থাকে তাহলে জমে যাবে রসায়ন তাই না? একটা সম্পর্কে দুই তরফেই ভালোবাসার নানান বাহ্যিক প্রকাশ থাকা উচিৎ। সঙ্গীর সঙ্গে সঠিক কেমিস্ট্রি গড়ে তোলা খুবই জরুরি একটা সম্পর্কে। ফলে অভিমান দূরে সরিয়ে এই মেঘলা দিনে চলে আসুন কাছাকাছি। বৃষ্টিতে ভিজে ফোরপ্লে শুরু করুন, এতে জমে উঠবে ঘনিষ্ঠতা। যদিও বৃষ্টির জলে ভিজে সঙ্গমের পর স্নান করতে ভুলবেন না কিন্তু। সঙ্গমের পর পরিষ্কার জলে স্নান করে নিন। শ্যাম্পু করতে ভুলবেন না কিন্তু।