নিজস্ব সংবাদদাতা: আর্থিক অনটনের কারণে কোনও মেধাবী পড়ুয়ার লেখাপড়া বন্ধ করতে দিতে চায় না রাজ্য। তাই মুখ্যমন্ত্রী মমতার উদ্যোগে চালু হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ। বাংলার ৮ লক্ষ পড়ুয়াকে এই স্কলারশিপ বা বৃত্তি দিতে এবার প্রায় ১৪০০ কোটি টাকা খরচ করবে মমতা সরকার। ঠিক করা হয়েছে, ৩১ মার্চের মধ্যে যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে। সিংহভাগ পড়ুয়া পেয়ে গেছে সেই টাকা।