নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের কোস্ত্যন্তিনিভকা শহরে হামলা চালিয়েছে রাশিয়া। কোস্ত্যন্তিনিভকার হরলিভকার কাছে হামলাটি চালানো হয়েছে রাশিয়ার তরফে।
ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন আরও ৫ জন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে।