নিজস্ব সংবাদদাতা: ভারতে রয়েছে এমন এক মন্দির যেটা ৯ ডিগ্রি কোণে হেলে থাকে ৩৬৫ দিন। কাশীতে রয়েছে রত্নেশ্বর মহাদেবের সেই মন্দির। মন্দিরের গর্ভগৃহের নিচের অংশটি বেশিরভাগ সময়েই থাকে জলের তলায়। বর্ষায় জল বাড়লে মন্দিরের চূড়াও জলে ডুবে যায়। শোনা যায়, মন্দিরের ঘাটটি ওজন সহ্য করতে না পেরে হেলে গেছে। ১৮৬০ সালের আগে মন্দিরটি সোজা ছিল বলে জানা গেছে।