হইহই কাণ্ড, নিজের হাতে চেক বিলি করছেন মন্ত্রী

author-image
Harmeet
New Update
হইহই কাণ্ড, নিজের হাতে চেক বিলি করছেন মন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ ফতেহপুরে কেন্দ্রীয় মন্ত্রী বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের মধ্যে চেক, কিট এবং সার্টিফিকেট বিতরণ করলেন। সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেন, 'কেন্দ্র ও রাজ্য যে প্রকল্পই বাস্তবায়ন করুক না কেন, তার সুফল যোগ্য ব্যক্তিদের দেওয়া উচিৎ। এ জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে।' যমুনা নদীর মারকা বান্দায় নৌকা দুর্ঘটনার পর প্রথমবারের জন্য ডুবুরি ও জেলেদের কিট দিয়েছে সরকার। ওডিওপি প্রশিক্ষণ এবং টুলকিট প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগীদের মধ্যে কিট বিতরণ করা হয়েছে। পাশাপাশি 'ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট' এবং অন্যান্য প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়।