নিজস্ব সংবাদদাতাঃ ফতেহপুরে কেন্দ্রীয় মন্ত্রী বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের মধ্যে চেক, কিট এবং সার্টিফিকেট বিতরণ করলেন। সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেন, 'কেন্দ্র ও রাজ্য যে প্রকল্পই বাস্তবায়ন করুক না কেন, তার সুফল যোগ্য ব্যক্তিদের দেওয়া উচিৎ। এ জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে।' যমুনা নদীর মারকা বান্দায় নৌকা দুর্ঘটনার পর প্রথমবারের জন্য ডুবুরি ও জেলেদের কিট দিয়েছে সরকার। ওডিওপি প্রশিক্ষণ এবং টুলকিট প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগীদের মধ্যে কিট বিতরণ করা হয়েছে। পাশাপাশি 'ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট' এবং অন্যান্য প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়।