নিজস্ব সংবাদদাতা: গরম পড়তে না পড়তেই অস্বস্তি শুরুর। ঘেমে ঘেমে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। ঠিক তখনই করতে হবে বিছানায় এই কাজটি। শারীরিক মিলনের সঙ্গে ‘হট’ শব্দটি ওতপ্রোতভাবে যুক্ত। তা সে শরীরের উষ্ণতা হোক বা পরিবেশের। রোদ যত বাড়বে ঘামও হবে ততই। তখনই সঙ্গম করে দেখুন। একাধিক সমীক্ষা বলছে শীতের চেয়েও ঘামে ভেজা শরীরে সঙ্গম অনেক বেশি সুখ দেয়। রোদ যত বাড়ে মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড থেকে ততই কমতে থাকে মেলাটোনিন নিঃসরণ। এই পরিবেশেই বাড়তে থাকে সঙ্গমের হরমোনের ক্ষরণ।