নিজস্ব সংবাদদাতাঃ কাবুল বিমানবন্দরে ১৫০জন ভারতীয় সুরক্ষিত আছেন। অন্য গেট দিয়ে কাবুল বিমানবন্দরে ঢোকানো হল ভারতীয়দের। আফগানিস্তান থেকে আজই ফেরানো হতে পারে ২০০ ভারতীয়কে। প্রথম দফায় ৯০জন ভারতীয়কে নিয়ে রওয়ানা দিল বিশেষ বিমান। আফগানিস্তান নিয়ে এমনই খবর ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে।
প্রসঙ্গত, কাবুল বিমানবন্দরে বড় বিমানের ওঠা-নামায় অসুবিধা রয়েছে। এ জন্য সেদেশে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার-কৌশল বদল করল নয়াদিল্লি। ঠিক হয়েছে, কাবুল থেকে ছোট ছোট দলে ভাগ করে উদ্ধার করবে ভারতীয় বায়ুসেনা। এজন্য কাজে লাগানো হচ্ছে ওয়ান থার্টি জে হারকিউলিস বিমান। আজ ৯০ জনকে উদ্ধার করে আনা হয় তাজিকিস্তানে। পরে আবার ওই বিমান ফেরত যাবে কাবুলে। বাকিদের উদ্ধার করে আনা হবে তাজিকিস্তানে। সেখান থেকে সি-সেভেন্টিন গ্লোবমাস্টারে চড়ে দেশে ফিরবেন ভারতীয়রা।