নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে নিজের বাসভবন থেকে বেরোলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আজ রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেপুলিশ। ভারত জোড়ো যাত্রার সময়ে করা মন্তব্যকে ঘিরে এদিন রাহুলের বাড়িতে হানা দেয় পুলিশ। এই বিষয়ে দিল্লি পুলিশের বিশেষ সিপি সাগর প্রীত হুদা জানিয়েছেন, 'আমরা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছি। রাহুল জানিয়েছেন যে তাঁর কিছু সময় দরকার এবং আমরা যে তথ্য চেয়েছি তা তিনি আমাদের দেবেন। আজ আমরা একটি নোটিশ পাঠিয়েছি যা তাঁর অফিস গ্রহণ করেছে এবং যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তবে আমরা আবার তাঁর বাড়িতে আসব।'
We held a meeting with Rahul Gandhi. He said he needs some time and will give us the information which we've asked for. Today we've served a notice which has been accepted by his office and if questioning needs to be done then we will do it: Special CP(L&O) Sagar Preet Hooda pic.twitter.com/nCX0JXpM0A
— ANI (@ANI) March 19, 2023