কামাল দেখালো মোদি! আমেরিকা-ইউরোপকে পিছনে ফেলে এগিয়ে গেলো ভারত

author-image
Harmeet
New Update
কামাল দেখালো মোদি! আমেরিকা-ইউরোপকে পিছনে ফেলে এগিয়ে গেলো ভারত

নিজস্ব সংবাদদাতা: বিদেশের মতো ভারতেও দ্রুত চলছে ৫জি পরিষেবার কাজ। ভারতে প্রথম নয়, ভারতের আগেই ৫জি পরিষেবা শুরু হয় ইউরোপের একাধিক দেশে। কিন্তু মোদির ভারত সবাইকে পিছনে ফেললো। এরিকসন মোবাইলের সিইও বোরজে এখোল্ম দাবি করেন ২০২৩ সালের মধ্যেই ৫ পরিষেবা প্রদানে ভারত থাকবে সবার আগে। ভারতের মতো বিরাট বাজারে যেখানে আগে প্রায় ২৫ হাজার মানুষকে কাজ দিত সেখানে এখন এই সংখ্যাটা আরও বাড়াতে চান তাঁরা। বোরজে ইতিমধ্যেই দাবি করেন যে, ৫জি নেটওয়ার্কের পরিকাঠামো তৈরির দিক দিয়ে ভারত, আমেরিকা এবং ইউরোপের মতো পাশ্চাত্য শক্তির চেয়ে ভাল।