নিজস্ব সংবাদদাতাঃ সাম্প্রতিক সময়ে রেলের বিরুদ্ধে বহু যাত্রীর ভুরি ভুরি অভিযোগকে ঘিরে অস্বস্তি বাড়ছিল কেন্দ্রের। এবার সবকিছু পরিস্থিতি খতিয়ে দেখতে আসরে নামলেন খোদ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ রবিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নয়াদিল্লি-আজমীর রুটের শতাব্দী এক্সপ্রেস পরিদর্শন করেন, সেইসঙ্গে যাত্রীদের কাছ থেকে ফিডব্যাক চান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী যানান, 'যাত্রীরা ইতিবাচক সাড়া দিয়েছেন। তারা বলছেন যে ট্রেনগুলি আগের চেয়ে বেশি পরিষ্কার। ট্রেন সময়মতো রয়েছে, প্ল্যাটফর্মগুলিও পরিষ্কার।' এছাড়া রেলমন্ত্রী আরও জানিয়েছেন, 'পরীক্ষা-নিরীক্ষা চলছে, শিগগিরই দিল্লি-জয়পুরের মধ্যে বন্দে ভারত চলবে।'