স্বজনদের নিয়ে চিন্তিত প্রবাসী আফগানরা

author-image
Harmeet
New Update
স্বজনদের নিয়ে চিন্তিত প্রবাসী আফগানরা

​হরি ঘোষ, রানীগঞ্জ: গত কয়েক দিনে আফগানিস্তানের রাজনৈতিক পরিবর্তনের কারণে ভারতে বসবাসরত আফগানদের সমস্যা জোরালো হয়ে উঠেছে। আফগানিস্তানে ইন্টারনেট পরিষেবা গত দশ দিন ধরে বন্ধ রয়েছে। এমন অবস্থায় রাণীগঞ্জের হিলবস্তি কোঠি এলাকায় বসবাসরত আফগানরা তাদের স্বদেশে বসবাসরত স্বজনদের নিয়ে খুবই চিন্তিত। কেউ উদ্বিগ্ন তাদের ভাইকে নিয়ে, কেউ চিন্তিত তাদের বাবা -মাকে নিয়ে এবং কেউ কেউ আফগানিস্তানে বসবাসরত তাদের স্ত্রী ও সন্তানদের নিরাপত্তা নিয়ে। গত ৪০-৫০বছর ধরে আফগানিস্তান থেকে রানীগঞ্জের হিলবস্তি কোঠি এলাকায় বসবাস করছেন বেশ কয়েকটি আফগান পরিবার। মাঝের মধ্যে তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে আফগানিস্তানে যেতেন। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির কারণে আত্মীয়দের নিয়ে আফগানদের মনে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এর আগে। মাঝে মধ্যে ভিডিও কল করে আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে দেশ ছেড়ে বিদেশে থাকার যন্ত্রণা কিছুটা লাঘব করতেন তারা। কিন্তু গত দশ দিন ধরে আফগানিস্তানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে, যার যেরে আফগানিস্তানে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে তারা কোনোভাবেই যোগাযোগ করে উঠতে পারছেন না। কর্মসংস্থানের সন্ধানে তারা তাদের মাতৃভূমি থেকে হাজার হাজার মাইল দূরে ভারতে এসেছিল। কবে আবার তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারবেন তা নিয়ে দুশ্চিন্তার প্রহর গুনছেন এই পরিবারগুলির সদস্যরা। তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে তাদের মনে উদ্বেগ বেড়েছে। রানিগঞ্জে বসবাসকারী এই অসহায় আফগানরা এমনকি তাদের পরিবার তাদের দেশে বেঁচে আছে কিনা তাও জানে না। আফগানিস্তানের রাজনীতির সাথে এই লোকদের কোন সম্পর্ক নেই। এই সাধারণ আফগানরা যারা আফগানিস্তান থেকে ভারতে এসেছিল তাদের পরিবারকে খাওয়ানোর জন্য, তাদের একটাই ইচ্ছা যে তাদের পরিবারের সদস্যরা নিজ দেশে নিরাপদ থাকুক। মিডিয়ার মাধ্যমে ভারত সরকারকেও অনুরোধ করেছেন যে এমন কিছু করা উচিত যাতে সাধারণ আফগানদের জীবন ও সম্পত্তি সুরক্ষিত থাকে। তাদের নিজেদের দেশে ভয়ের পরিবেশে থাকতে হবে না।