মুখ্যমন্ত্রী হিসেবে ফের যোগীর মুকুটে নয়া পালক

author-image
Harmeet
New Update
মুখ্যমন্ত্রী হিসেবে ফের যোগীর মুকুটে নয়া পালক

নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার সকালে কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করেন এবং গত ছয় বছরের মধ্যে ১০০ তম বারের মতো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে মন্দিরে যান। মুখ্যমন্ত্রী যোগী ২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকে গড়ে প্রতি ২১ দিন অন্তর মন্দিরে আসছেন বাবা বিশ্বনাথের পূজা করতে এবং 'শোদাশপাচার' পদ্ধতির মাধ্যমে রাজ্য ও দেশের মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করতে। শুক্রবার ১১৩তম বারের মতো বারাণসীতে দু'দিনের সফরে আসেন যোগী। মুখ্যমন্ত্রী যোগী মাসে অন্তত একবার কাশী সফর করেন এবং প্রতিটি সফরে তিনি শহরের উন্নয়নমূলক কাজের মাঠ পরিদর্শন করেন। প্রথমবার উত্তরপ্রদেশের দায়িত্ব নেওয়ার পর যোগী আদিত্যনাথ ২০১৭ থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত ৭৪ বার ভগবান বিশ্বেশ্বরের কাছে আশীর্বাদ চেয়েছেন। গত বছরের ৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী যখন ১০০তম বারের মতো বারাণসী সফর করেন, তখন তিনি ৮৮তম বারের মতো কাশী বিশ্বনাথ ধাম পরিদর্শন করেন। এরপর থেকে ১৮ মার্চ পর্যন্ত মুখ্যমন্ত্রী ১২ বার মন্দির পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রী যোগী শুধু কাশী বিশ্বনাথ মন্দিরে ১০০ বার পুজো করে ইতিহাস সৃষ্টি করেননি, তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি গত ছয় বছরে ১০০ বার কাল ভৈরব মন্দির পরিদর্শন করেছেন।