হিন্দু মুসলিমের একসঙ্গে মহরম পালন

author-image
Harmeet
New Update
হিন্দু মুসলিমের একসঙ্গে  মহরম পালন

​রাহুল পাসওয়ান, আসানসোলঃ ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী মহরম হল বছরের প্রথম মাস। বছরে যে চারটে মাস মুসলিমদের কাছে পবিত্র, তার মধ্যে সবার উপরে মহরমের স্থান। প্রাচীনকাল থেকে মহরম মাস পবিত্র হিসাবে গণ্য। মহরমের ১০ তারিখ বিশেষ মর্যাদাসম্পন্ন দিন। আজ মহরম মাসের ১০ তারিখ অর্থাৎ আজ শুক্রবার ২০ আগস্ট রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার কুলটির বিধানসভার বিভিন্ন জায়গায় পালিত হল মুসলিম সম্প্রদায়ের পবিত্র মহরম । আজ এই বিশেষ দিনে কুলটির আখড়া কমিটির তরফে কুলটির প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্বল চ্যাটার্জী কে মাথায় পাগড়ি পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয় । এই উপলক্ষ্যে উজ্জল চ্যাটার্জী বলেন কুলটিতে আজকের এই পবিত্র দিনে হিন্দু মুসলিম মিলে এই দিনটি পালন করে থাকে।