নিজস্ব সংবাদদাতাঃ ভারতের ২০ জনের একটি প্রতিনিধি দল ইউনাইটেড নেশনসের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। এই প্রতিনিধি দলের মধ্যে অন্যতম ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এই বিশেষ অনুষ্ঠানে মহিলাদের জন্য ভারত সরকারের প্রকল্পগুলির বিষয়ে বক্তব্য পেশ করেন ভারতী ঘোষ। এছাড়া একাধিক বিষয় নিয়েও কথা বলেন বিজেপি নেত্রী। ভারতী ঘোষ জানান, 'কোভিড ১৯-এর মতো বৈশ্বিক সংকটের সময়েও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইতিহাস গড়েছিল ভারত। বহু দেশকে ভ্যাকসিন প্রদান করেছিল ভারত সরকার। শুধু তাই নয়, বর্তমান সময়ে ভারতের প্রত্যেকটি জায়গা থেকে হাজার হাজার নারী বাড়ির বাইরে পা রেখে নিজেদের প্রতিষ্ঠিত করার সাহস ও সুযোগ পেয়েছেন। 'ডিজিটাল সার্থক' হয়েছে ভারত, কারণ কোভিড মহামারীর সময়েও ভিডিও কলের মাধ্যমে মানুষ নিজেদের প্রিয়জনদের সঙ্গে কথা বলতে পেরেছেন।'